আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে জামায়াতের সহায়তায় বিএনপি সারা দেশে নাশকতা করার পরিকল্পনা করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার বেলা ১২টার দিকে ধানমন্ডিতে দলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ দাবি করেন।
এ সময় কাদের বলেন, মানবাধিকার দিবসে জামায়াতের সহায়তায় বিএনপি সারা দেশে ভয়াবহ নাশকতা করার পরিকল্পনা করছে। গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে এমন তথ্য রয়েছে তাদের নাশকতার বিষয়ে। আগেও এমন তথ্য পাওয়া গেছে, এবং সেগুলোঋও কিন্তু মিথ্যা হয়নি।