আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ নিজের ঋণ পরিশোধের জন্য স্থানীয় চৌমুহনী বড় মসজিদের দুটি ব্যাংক হিসাব থেকে তিন কোটি ২০ লাখ টাকা তুলে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে। মসজিদের স্থানীয় মুসল্লিদের বরাতে জানা গিয়েছে তিনি ওই মসজিদের বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার সোনাইমুড়ী বড় মসজিদ কমপ্লেক্সের নামে সাউথইস্ট ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের স্থানীয় শাখার হিসাব বিবরণীতে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।
এতে জানা গিয়েছে, আওয়ামী লীগের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন তার ম্যানেজার মহিউদ্দিনের মাধ্যমে গত ২৩ নভেম্বর সাউথইস্ট ব্যাংক চৌমুহনী শাখা থেকে দুই কোটি এবং ২৬ নভেম্বর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক চৌমুহনী শাখা থেকে মসজিদের একাউন্ট থেকে এক কোটি ২০ লাখ টাকা তুলে নিয়েছেন।