আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে করার দাবিতে যখন বিরোধী দলগুলো রাজ পথে হরতাল ও অবরোধের মতো কঠোর কর্মসূচি পালন করছেন, ঠিক ওই সময়েই রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি বলেছেন, পশ্চিমা কিছু দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, বিদেশিদের ‘সহায়তা’ ছাড়াই বাংলাদেশ সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সক্ষম বলেই বিশ্বাস করে তাঁর দেশ রাশিয়া।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘টকস উইথ অ্যাম্বাসেডর’ শীর্ষক অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার।