আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতা সিনওয়ারির বাড়ি ঘিরে ফেলে তাকে ধরার চেষ্টা করছে ইসরাইলের সামরিক বাহিনী। এমন খবরই জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়েসে বেলের এক প্রতিবেদনে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি ভিডিও বার্তায় জানায় ‘গতকালই আমি বলেছিলাম, গাজা ভূখণ্ডের যেকোনো জায়গায় আমাদের সেনা পৌঁছাতে পারবে। আজ আমাদের সেনারা সিনওয়ারের বাড়ি ঘিরে ফেলেছে। তবে হতেই পারে সে ওখানে নেই। তিনি পালিয়েও যেতে পারেন। তবে আজ না হয় কাল, আমরা তাকে অবশ্যই আটক করবো।