আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় সাধারণ বেসামরিক ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ নৃশংস হত্যাকাণ্ড চালিয়েই যাচ্ছে পৃথিবীর ইতিহাসের নি*কৃ*ষ্ট*তম ই*হু*দী জা*তী ইসরা*ইল। গত ২৪ ঘন্টায় নারী ও শিশুসহ ৩৫০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।
গাজার একজন অসহায় বাবা বলেছিলেন, আমার ছেলের বয়স পাঁচ বছর। ক্ষুধার তাড়নায় সে আমার কাছে খাবার চেয়েছেন। সে তো বোঝে না, যে তার বাবা আরও বেশি ক্ষুধার্ত। কথাগুলো বলছিলেন ফিলিস্তিনের গাজার খান ইউনিস এলাকার একটি হাসপাতালের চিকিৎসক নাসের হুসাইন। পেটে ক্ষুধা নিয়েই দিনের পর দিন কাজ করে যাচ্ছেন এই চিকিৎসক। এরপরও দুমুঠো খাবার জোগাড় করতে পারলেই তা তুলে দিচ্ছেন নিজের ক্ষুধার্ত সন্তানের মুখে।