আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: সফরকারী নিউজিল্যান্ড দলকে সিলেটের মাটিতে প্রথম ম্যাচে বিধ্বস্ত করে মিরপুরে দ্বিতীয় টেস্টে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ৪ উইকেটের ব্যবধানে হেরে গেল বাংলাদেশ দল।
যদিও নিউজিল্যান্ড দলকে মাত্র ১৩৭ রানের টার্গেট দিয়েছিল টাইগাররা। জবাবে ১৩৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলের স্পিনারদের ঘুর্ণি বলে মাত্র ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড দল।
কিউইদের ব্যাটিং বিপর্যয় থেকে মিচেল স্যান্টনারের সঙ্গে সপ্তম উইকেটে জুটি বেঁধে কিউইদের জয়ের বন্দরে পৌঁছে দেয় নায়ক ফিলিপস। ফিলিপস ৪০ ও মিচেল স্যান্টনার ৩৫ রানের ওপর ভর শেষ পর্যন্ত ৪ উইকেটের জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড দল। ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজ ১-১ এ ড্র করে কিউইরা।