আওয়ার টাইমস নিউজ।
তথ্য প্রযুক্তি ডেস্ক: তথ্য প্রযুক্তিগত জ্ঞানের শক্তি বৃদ্ধির মধ্য দিয়ে বাংলাদেশের তরুণদের ক্ষমতায়ন করতে চায় চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েই। আর এ লক্ষ্যে বাংলাদেশে ১০ম বারের মতো বিশ্বব্যাপী স্বীকৃত ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘সিডস ফর দ্য ফিউচার-২০২৩’ আয়োজন করে প্রতিষ্ঠানটি। সিডস ফর দ্য ফিউচারের গ্লোবাল রাউন্ডে ‘টেকফরগুড প্রতিযোগিতায় পারফরম্যান্সের ভিত্তিতে ৩ জন বাংলাদেশি প্রতিযোগীকে পুরস্কৃত করেছে হুয়াওয়েই বাংলাদেশ।
শনিবার (৯ ডিসেম্বর) হুয়াওয়েই বাংলাদেশ একাডেমিতে (এইচবিএ) সিডস ফর দ্য ফিউচার-২০২৩ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিযোগিতার গ্লোবাল রাউন্ডের একজন চ্যাম্পিয়ন দুই রানার আপকে পুরস্কার প্রদান করা হয়।
এতে চ্যাম্পিয়ন হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বরিষা চৌধুরী, প্রথম রানার আপ হয়েছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজির সুবেহ তারেক এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন তা বুয়েটের এমই বিভাগের ফারসিয়া কাওসার চৌধুরী।
এছাড়া প্রোগ্রামে অশংগ্রহণকারী বাংলাদেশের বিশজন শিক্ষার্থীর মধ্যে দশজনকে সনদপত্র প্রদান করা হয়।
তথ্য সূত্র: সিএমজি বাংলা