আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ডিবির জালে আটক দুর্ধর্ষ এ ডাকাত দলের সদস্যরা প্রথমে একজন ব্যক্তিকে টার্গেট করে তার পিছু নেয়। এরপর তাকে সালাম দিয়ে হঠাৎ অস্ত্রের মুখে জিম্মি করে হাতিয়ে নেয় সব টাকা-পয়সা। ‘সালাম পার্টি’ নামে এমন একটি ডাকাত ভয়ংকর দুর্ধর্ষ ডাকাত চক্রের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরই মধ্যে ডাকাত চক্রের মূলহোতা সজলসহ ৭ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের ওয়ারী টিম।
গেল ৪ ডিসেম্বর সকালে মতিঝিলের একটি নিরিবিল রাস্তায় এমনই এক অভিনব ডাকাতির শিকার হন শাখাওয়াত হোসেন নামের বেসিক ব্যাংকের একজন স্টাফ । ওই দিন তার রিকশার গতিরোধ করে এক অজ্ঞাত ব্যক্তি। এরপর তাকে সালাম দিয়ে পরিচয় জানতে চাওয়া হয়। ঠিক এরপরই হঠাৎ কোমরে থাকা অস্ত্র দিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে ছিনিয়ে নেয়া হয় শাখাওয়াতের কাছে থাকা ২৪ হাজার টাকা।
এই সালাম দেয়া পার্টির মূল হোতা হলেন সজল। সজলের নেতৃত্বেই চক্রটি প্রতিমাসে ১৫ থেকে ১৬টি ছিনতাই-ডাকাতির ঘটনা ঘটিয়ে থাকে। সজলসহ ডাকাত দলের ৭ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের ওয়ারী টিম।
এ বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানিয়েছেন, চক্রটি মূলত সালাম পার্টি নামে পরিচিত। সাধারণত সাত থেকে আটজন মিলে এভাবে ছিনতাই করে থাকে তারা। চক্রের মূলহোতা সজলের নামে ১৯টির বেশি মামলা পাওয়া গেছে। এছাড়া চক্রের সবার নামেই একাধিক মামলা রয়েছে। তারা এ বিষয়টি স্বীকারও করেছেন বলে জানিয়েছেন তিনি।