আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবার ৩৬ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত চলবে এই অবরোধ কর্মসূচি।
রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অনলাইন সংবাদ সম্মেলনে একাদশ দফার অবরোধ এই কর্মসূচির ঘোষণা দেন।
গত ১০ দফায় বিএনপির অবরোধ-হরতাল কর্মসূচিতে মঙ্গলবার পর্যন্ত বিরতি রাখা হচ্ছিলো। এর বাইরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও কর্মসূচি থাকে না। এবারই প্রথমবারের মতো মঙ্গলবার দিন অবরোধ কর্মসূচি ঘোষণা করলো বিএনপি সহ সমমাননা দলগুলো।
এদিকে সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে হরতাল-অবরোধ অব্যঅহত রেখেছে বিএনপি-জামায়াত এবং তাদের সমমনা দলগুলো। তাদের দাবি, ‘একতরফা’ নির্বাচন বন্ধ করতেই হবে। অন্যদিকে বর্তমান সরকারের অধীনে নির্বাচনী তৎপরতায় যুক্ত হওয়ার ফলে বিএনপি তাদের একাধিক নেতাকে দল থেকে সম্পূর্ণ বহিষ্কারও করেছে।