আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দ*খ*ল*দা*র ইহু*দী ই*জরাইলের বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাব আবারও আটকে দেওয়ার মূল হো*তা মা*র্কিন যুক্ত*রাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে বিশ্বের ক্ষমতাধর এ দেশটি।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবর আল জাজিরার খবরে বলা হয়েছে, গেল শুক্রবার নিউইয়র্কে নিরাপত্তা পরিষদে সবগুলো আরব দেশের পাশাপাশি ৫৫টি দেশের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাত যুদ্ধবিরতির প্রস্তাবটি উত্থাপন করে। তবে মা*র্কিন যুক্তরা*ষ্ট্রের কারণে যুদ্ধ*বিরতির প্রস্তাব কার্যকর হয়নি।