আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি নিরাপত্তা চৌকিতে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৩ জন সেনা সদস্য নিহত হয়েছেন।
আত্মঘাতী এ বোমা হামলার ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ২৮ জন। ইতিমধ্যেই দেশটির স্থানীয় সশস্ত্র জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) এ হামলার দায় স্বীকার করেছে।
পাকিস্তান ভিত্তিক ইংরেজি দৈনিক পত্রিকা ডন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আফগান-পাকিস্তান সীমান্তের ডেরা ইসমাইল খান জেলায় ভয়াবহ এ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে।