আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বিরোধী দল বিএনপি নাশকতা ও মানুষ হত্যা করে কখনোই সরকার উৎখাত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
তিনি বলেছেন, যারা রেললাইন কেটে, যানবাহন আগুন দিয়ে নাশকতার মাধ্যমে মানুষ হত্যা করছে তাদেরকে ক্ষমা করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার বিকেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নতুন কমিটির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।