আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: মহান বিজয় দিবসে পুরো দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, প্রজন্মে থেকে প্রজন্মে মহান মুক্তিযুদ্ধের চেতনা আমরা পৌঁছে দিবো-বিজয় দিবসে এই হোক আমাদের অঙ্গীকার।
মহান বিজয় দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এ অঙ্গীকারের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে ‘স্বল্পোন্নত’দেশে উন্নীত করেন, আর আমরা মাতৃভূমিকে ‘উন্নয়নশীল’দেশের কাতারে নিয়ে গিয়েছি। স্বাধীনতার পর বিগত ৫২ বছরে আমাদের যা কিছু অর্জন তা জাতির পিতা এবং আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে।