২৪শে জানুয়ারি, ২০২৫, ২৩শে রজব, ১৪৪৬

আসন্ন জাতীয় নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের অনুরোধে সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: দেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেনা মোতায়নের পক্ষে সম্মতি দিয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ রোববার (১৭ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে আসন্ন জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়নের বিষয়ে অনুরোধ জানালে রাষ্ট্রপতি মোঃ. সাহাবুদ্দিন এতে সম্মতি দেন।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এক বিশেষ ব্রিফিংয়ে জানিয়েছেন, সাক্ষাৎকালে প্রধান নির্বাচন কমিশনার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে সেনা মোতায়নের আনুষ্ঠানিক অনুরোধ জানান।

এরপর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও রাষ্ট্রপতির মধ্যে বিশেষ ওই বৈঠকে পূর্ববর্তী ও পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সেনা মোতায়নে নির্বাচন কমিশনের অনুরোধে সম্মতি জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, সংশ্লিষ্ট সকলের সাথে এবং অন্যান্য পক্ষের সাথে আলোচনা করে পরবর্তীতে সেনা মোতায়নের তারিখ ও সময় জানানো হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত