আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল গত ২৫/২৬ বছরের মধ্যে যা করে দেখাতে পারিনি, সেটিই করে দেখালেন বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। প্রথম বারের মতো ওয়ানডে এশিয়া কাপের শিরোপা জয় করলো টাইগার যুবারা।
আয়োজক দেশ আরব আমিরাতের মাটিতে ফাইনালে বাংলাদেশ দলের ওপেনার শিবলীর শত রানের ওপর ভর করে ২৮৩ রানের বড় টার্গেট ছুঁড়ে দেয় সংযুক্ত আরব আমিরাতকে।
বাংলাদেশের দেয়া ২৮৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগার পেস বোলারদের বিধ্বংসী বোলিংয়ের তোপে মাত্র ৮৭ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিক আরব আমিরাত। ফলে ১৯৫ রানের রেকর্ড জয় নিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।