আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: সোমবার ১৮ নভেম্বর মধ্যরাতে উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশের একটি কাউন্টিতে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কানসু এবং পাশের ছিংহাই প্রদেশে কমপক্ষে ১১১ জন নিহত হয়েছে।
চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টারের বরাতে জানা গিয়েছে, ৬.২ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পটি রাত ১১টা ৫৯ মিনিটে অনুভূত হয়। ভূমিকম্পে বাড়িঘর, রাস্তা এবং অন্যান্য অবকাঠামোর ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি গ্রামে বিদ্যুৎ বিভ্রাট এবং জল সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।