২৪শে জানুয়ারি, ২০২৫, ২৩শে রজব, ১৪৪৬

বিএনপিকে ক্ষমতায় আসার জন্য কেয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে বললেন শাহজাহান ওমর

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বিএনপির সাবেক নেতা এম শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন, বিএনপি মনে করে যখন তারা ক্ষমতায় যাবে, ঠিক তখনই তারা নির্বাচন করবে। এ অপেক্ষায় অপেক্ষায় তাদের কত বছর গেলো? বিএনপিকে এর জন্য কেয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু তার পরও তারা ক্ষমতায় যেতে পারবে না।

শুক্রবার বিকেলে কাঠালিয়া পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপির এ সাবেক নেতা বলে, আমি স্বাধীন চেতা মানুষ, তাই আওয়ামী লীগে এসেছি। লক্ষ্য করেছি, যদি কোনো দল নির্বাচনে না আসে, তাহলে সেই দল আস্তে আস্তে নির্জীব হয়ে যায়! ধ্বংস হয়ে যায়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত