আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডস্ক: আজ সোমবার (২৫ ডিসেম্বর) পুরো বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের সাথে সংহতি রেখে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও বড়দিন উদযাপন করছে। মেরি ক্রিসমাস উপলক্ষ্যে আজ বাংলাদেশের সব চার্চ ও চ্যাপেলে পালন করা হচ্ছে বিশেষ প্রার্থনা ও বিশেষ অনুষ্ঠান।
আজ খ্রিস্টান সম্প্রদায়ের এই বড়দিনকে কেন্দ্র করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিস্টধর্মাবলম্বীসহ সবার শান্তি কামনা করে পৃথক পৃথকভাবে বাণী দিয়েছেন।
ওই বানিতে রাষ্ট্রপতি বলেন, ধর্মের মূল কথাই হচ্ছে মানুষ হিসেবে মানুষের সেবা করা। পৃথিবীর সব ধর্মই মানুষের কল্যাণের কথা বলে। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। খ্রিষ্ট ধর্মানুসারে যিশুখ্রিষ্ট ছিলেন সত্যান্বেষী, মানবজাতির মুক্তির দূত এবং আলোর দিশারী।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানিতে লিখেছেন, বঙ্গবন্ধু প্রণীত আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার নিশ্চিত করা হয়েছে। আমরা বিশ্বাস করি- ধর্ম যার যার, উৎসব সবার। সব শ্রেণিপেশার জনগণের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য।
এদিকে দেশে আজ খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষ্যে সরকারি ছুটি রয়েছে। রাজধানী ঢাকাসহ সারাদেশে গির্জাগুলোকে সাজানো হয়েছে। এছাড়া বিভিন্ন গির্জা এবং তারকা হেটেলগুলোতে ব্যবস্থা করা হয়েছে আলোক সজ্জার। হোটেলের ভেতরে কৃত্রিমভাবে স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি ও সান্তা ক্লজ।