আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দেশের পদ্মা-মেঘনাসহ বিভিন্ন নদীগুলোতে এ বছর রেকর্ড পরিমাণ ডিম ছেড়েছে মা ইলিশ। চলতি বছর ৫২.৫ শতাংশ মা ইলিশই ডিম রেকর্ড পরিমাণে ডিম ছেড়েছে। বাংলাদেশ ইলিশ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. আনিছুর রহমান।
ড. আনিছুর রহমান জানিয়েছেন, গত বছর ৫২ শতাংশ মা ইলিশ ডিম ছেড়েছিল। কিন্তু এ বছর আরো ৫ শতাংশ বেড়েছে।
ইলিশ গবেষকরা জানান, প্রতি বছর সেপ্টেম্বর-অক্টোবরের দিকে অমাবস্যা ও ভরা পূর্ণিমাকে কেন্দ্র করে মা ইলিশ সাগর মোহনা হয়ে ডিম ছাড়তে পদ্মা-মেঘনাসহ বড় বড় নদীগুলোতে ডিমি ছাড়তে আসে। সমুদ্র সংযুক্ত ৭ হাজার বর্গকিলোমিটার নদী অঞ্চল এবং চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ছয়টি অভয়াশ্রমে মা ইলিশ ডিম ছাড়ে।