আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: তালেবান শাসিত আফগানিস্তানের রাজধানী কাবুলে ইসলামিক নিয়মের মধ্যে জাঁকজমকপূর্ণ একটি যৌথ অনুষ্ঠানে ৫০ জোড়া বর-কনে তাদের বিবাহ সম্পন্ন করেছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবর ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে, তালেবান শাসিত দেশটিতে ঐতিহ্যবাহী বিয়ের আকাশ সমান খরচ কমাতে এমন যৌথ অনুষ্ঠান এখন রীতিমত চল হয়ে উঠছে। আফগানিস্তানে এমন বিবাহ আয়োজন দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার বৃষ্টি বয়ে যাচ্ছে। অনেকেই বলছেন, অল্প টাকার মধ্যে বিবাহ হলে অপচয় রোধের পাশাপাশি উপযুক্ত ছেলে মেয়েদের মধ্যে অবাধ মেলামেশা ও খারাফ কাজ সম্পূর্ণ রূপে কমে আসবে।