আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার ই*সরাইল সরকার। ইহু*দিবাদী এই দেশটির বর্বর আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় গাজায় নারী ও শিশুসহ ২৪১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৪০০ জনের বেশি মানুষ।
আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের একটি সংবাদ প্রতিবেদন এই হতাহতের তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলের সামরিক অভিযানে কমপক্ষে ২৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।