আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ৫ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে হামাস যুদ্ধাদের স্নাইপার হামলায় অন্তত ৫০ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে। এবং হামাস যুদ্ধাদের কঠিন প্রতিরোধী আক্রমণে ট্যাংকসহ দখ*লদার ইসরাইলি বাহিনীর কমপক্ষে ৩৫টি সামরিক যান আংশিক কিংবা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে।
ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা একটি ভিডিও বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর পার্সটুডে ও প্রেসটিভি’র।
আবু উবাইদা বলেন, গেলো চারদিনে হামাস যোদ্ধারা ইসরাইলের ৪৮ জন সেনাকে হত্যা করেছে। এসময় আহত হয়েছে বহু দখলদার সেনা। হামাসের ২৪টি সামরিক অভিযানে এ সমস্ত সেনা নিহত হয়।
ওই বিবৃতিতে হামাস মুখপাত্র বলেন, হামাসের পাতা ফাঁদে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরাইলের ইয়াহালোম স্পেশাল অপারেশনস ফোর্স। হামাস যোদ্ধারা স্থলমাইন পেতে রেখে এবং ছয়টি স্নাইপার অভিযান চালিয়েও বহু দখ*লদার ইসরাইলি সেনা হতাহত করেছে, এবং ধ্বংস করেছে দেশটির বেশ কিছু সাময়িক যউদ্ধ যান।