আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচ ৫ উইকেট জিতে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ দল।
নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে টি-টোয়েন্টির ‘শূন্য’ কাটাল টাইগাররা। এর আগে ২০ ওভারের খেলাতে নিউজিল্যান্ডের মাটিতে ৯ ম্যাচ খেলে সব কটিতেই হেরেছে বাংলাদেশ দল। দশম ম্যাচে এসে সেই অধরা জয়ের দেখা পেল টাইগাররা ।
নিউজিল্যান্ডের দেয়া ১৩৪ রানের টার্গেটে ব্যাট করতে ৮ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় টাইগাররা। এ বছরে ৯টি টি-টোয়েন্টি খেলা বাংলাদেশের ৮ম জয় এটি। ইতিহাস গড়া এই জয়ে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।