আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: চীনের পিপলস লিবারেশন আর্মি(পিএলএ) এর সাউদার্ন কমান্ড সম্প্রতি চীন ও আরব দেশগুলোর মধ্যে পাঁচদিনের একটি বিশেষ অপারেশন এবং সন্ত্রাসবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়ান বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ তথ্য বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন।
উ ছিয়ান জানিয়েছেন, ওই সেমিনারে চীনের সামরিক কর্মকর্তাদের পাশাপাশি সৌদি আরব, কাতার এবং ওমানসহ অন্যান্য দেশের সামরিক কমান্ডার এবং বিশেষ অভিযান ও সন্ত্রাসবিরোধী বিভাগের নেতারা অংশ নিয়েছেন।