আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: দেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে মাঠে নেমেছে র্যাব ও বিজিবি। গতকাল শুক্রবার থেকেই রাজধানীসহ সারা দেশে বিভিন্ন বাহিনীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের মোতায়েন করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী র্যাব ও বিজিবি আগামী ১০ জানুয়ারি পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সব নির্বাচনি এলাকায় দায়িত্ব পালন করবে। ভোট গ্রহণের দুই দিন পর অর্থাৎ ১৩ দিন তারা মাঠে থাকবে। তবে সশস্ত্র বাহিনীর সদস্য ৩ জানুয়ারি থেকে নির্বাচনি দায়িত্ব পালন শুরু করবে। এর পাশাপাশি থেকে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ ও আনসার সদস্যরাও মাঠে কাজ করছে।