আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গেল ৭ অক্টোবর থেকে দ*খ*লদার ই*স*রায়েলি হা*না*দার বাহিনীর সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের গাজায় নারী ও শিশুসহ ২১ হাজার ৬৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ের মধ্যে আহত হয়েছেন আরও কমপক্ষে ৫৬ হাজার ১৬৫ জন ফিলিস্তিনি নাগরিক।
গাজার সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, ই*সরায়েলি বাহিনীর বর্বর হামলায় গাজার ৭০ শতাংশ বাড়ি-ঘর ধ্বংস হয়ে গিয়েছে। তাদের এই দাবির সত্যতা পাওয়া গিয়েছে, মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের একটি বিশেষ প্রতিবেদনে।
ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, গাজা উপত্যকায় যেসব ঘর-বাড়ি রয়েছে সেগুলোর মধ্যে ৭০ শতাংশই ইসরায়েলিদের হামলায় ধ্বংস হয়ে গিয়েছে।। স্যাটেলাইটে তোলা গাজা উপত্যকার ছবি বিশ্লেষণ এবং অন্যান্য রিমোট সেন্সিং পদ্ধতি ব্যবহার করে এই তথ্য নিশ্চিত ব করেছে ওয়ালস্ট্রিট জার্নাল।
আন্তর্জাতিক এর সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, ই*সরায়েলি সামরিক বাহিনী, গাজার কারখানা, মসজিদ, স্কুল, শপিং মল এবং হোটেলসহ সব ধরনের ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে। এবং ইসরায়েলি সেনাবাহিনীও গাজার মসজিদ, স্কুল ও অন্যান্য ভবনে হামলা চালানোর তথ্য স্বীকার করেছেন।