আওয়ার টাইমস নিউজ।
সৌদি প্রতিনিধি আবদুল্লাহ: সৌদি আরবে পবিত্র ওমরাহ্ পালন করার উদ্দেশ্যে যাওয়ার পথেই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এই সড়ক দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতরভাবে আহত হয়েছেন ।
ইতিমধ্যেই নিহতের পরিচয় নিশ্চিত করেছে সৌদি প্রশাসন। নিহতরা হলেন, ৫০ বছর বয়সী মাজেদা বেগম ও তার ১৭ বছর বয়সী মেয়ে সাদিয়া আক্তার। আহতরা হলেন, মাজেদা বেগমের স্বামী মো. আব্দুল কাদের (৫৫), তার ছেলে মো. আলী (২২), মেয়ে মোছা….(১৫), ছেলে মোঃ আশরাফ (১২) ও ছেলে মোঃ মাহমুদ (১০)।