আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: স্বাধীনতা ও নাগরিকের স্বার্থ এবং দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষার স্বার্থে জনগণকে ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারী ) সকালের দিকে উত্তরা রাজউক মডেল কলেজের সামনে আসন্ন দ্বাদশ ‘ জাতীয় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে’ লিফলেট বিতরণ শেষে এ আহ্বান জানান বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
এ সময় রিজভী আরো বলেন, জোর করে জবরদস্তি করে ডামি ও একতরফা নির্বাচন করে দেশের বিপদ ডেকে আনবেন না। এভাবে পাতানো নির্বাচন করে, জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতা ধরে রাখা যাবে না।