আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার মাটিতে ৪ উইকেট হারিয়ে ১৫৩ রান নিয়ে খেলতে থাকা ভারতীয় দল টানা ১১ বলের মধ্যে কোন রান না করেই অবিশ্বাস্যভাবে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রানেই অলআউট হয়ে যায়। আর এতেই ইতিহাসে সবচেয়ে দ্রুত বিনা রানে ৬ উইকেট হারানোর লজ্জার রেকর্ড এখন কোহলিদের দখলে। দক্ষিণ আফ্রিকার কেপটাউন টেস্টের প্রথম দিনেই দুই দলের প্রথম ইনিংসের সমাপ্তি ঘটে ৫০ রান ও ১৫৩ রানে।
এদিন এমন অদ্ভুত দৃশ্য দেখে ধারাভাষ্যে থাকা সাবেক ভারতীয় কোচ রবি শাস্ত্রী যা বলেছেন, সেটা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভারতের ব্যাটিং ধসের কথা বর্ণনা করতে গিয়ে আর কোনো উপমা না খুঁজে পেয়ে রবি শাস্ত্রী বলে বসেন, ‘অবিশ্বাস্য!! ৪ উইকেটে ১৫৩ থেকে ১৫৩ রানে অলআউট, কেউ টয়লেট করে ফিরে আসতে আসতেই ভারত ১৫৩ রানে অলআউট হয়ে গিয়েছে। রবি শাস্ত্রীরং এমন মন্তব্য মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। যা নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে হাস্যরসের খোরাক জমে উঠেছে।