আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোট বর্জন ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিসহ অসহযোগ আন্দোলনের পক্ষে ছয় জানুয়ারি শনিবার সকাল ছয়টা থেকে আট জানুয়ারি সকাল ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টা হরতালের ঘোষণা দিয়েছে বিএনপি-জামাত-সহ দলটির অন্যান্য সমমাননা দলগুলো। এই হরতালের ঘোষণার মধ্য দিয়েই ভোটের দিনও হরতালের ডাক দিলো নির্বাচনে না যাওয়া বিএনপি।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) অনলাইনের মাধ্যমে দেওয়া এক ব্রিফিংয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। এসময় রুহুল কবির রিজভী বলেন,৫ জানুয়ারি শুক্রবার সারাদেশে মিছিল ও গণসংযোগ কর্মসূচি পালিত হবে।