২৪শে জানুয়ারি, ২০২৫, ২৩শে রজব, ১৪৪৬

জন্মলগ্ন থেকেই ভোট কারচুরি করা বিএনপির প্রধান চরিত্র। ভোট চুরি করতে পারবে না বলে তারা ভোটে আসেনিঃ প্রধান শেখ হাসিনা

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: আজ রবিবার ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এরই মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোট শুরুর পর রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তিনি তার ভোট দেন।

এ সময় নিজের প্রতীক নৌকায় ভোট প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনা বলেন, নির্বাচন আমরা সুষ্ঠুভাবে করতে পারছি এজন্য আমি আমার দেশের মানুষের প্রতি, জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। অনেক বাধা-বিপত্তি ছিল, কিন্তু দেশের মানুষ তারা তাদের ভোটের অধিকারের বিষয় সচেতন হয়েছে। পাঁচ বছর পর নির্বাচন আসে জনগণ ভোট দেবে, সে নির্বাচনের ভোট দেওয়ার পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি । যদিও এখানে বিএনপি-জামায়াত জোটরা জ্বালাও পোড়াও অনেক ঘটনা ঘটিয়েছে।

শেখ হাসিনা আরও বলেন, আপনারা ভোটকেন্দ্রে আসবেন। আপনার ভোট অনেক মূল্যবান। আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য অনেক জেল-জুলুম সহ্য করেছি। সুষ্ঠু-নির্বাচনে জনগণের সহযোগিতা চাই।

বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি একটা সন্ত্রাসী দল। তারা নির্বাচন বিশ্বাস করে না। মানুষের ভোট কেড়ে নেওয়া তাদের চরিত্র। জন্মলগ্ন থেকে ভোট কারচুরি করা বিএনপির চরিত্র। সেটা করতে পারবে না বলে তারা ভোটে আসেনি।

দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে জনগণকে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনে জয়ের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী ইনশা-আল্লাহ্।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত