আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট বর্জনের আহ্বানে সাড়া দেওয়ায় ভোটারদের ‘অভিবাদন’ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেছেন, ‘আমরা জনগণকে ভোট বর্জন করতে বলেছি। তারা এর যথার্থতা উপলব্ধি করে এই ডামি নির্বাচন বর্জন করেছে, আমরা তাদের স্যালুট (অভিবাদন) জানাই।
আজ রোববার (৭ জানুয়ারী ) দুপুরের দিকে গুলশানে নিজের বাসভবনে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা মঈন খান। এময় তিনি আরো বলেন, বিএনপির ভোট বর্জন আন্দোলন অবশ্যই সফল হয়েছে। আওয়ামী লীগের সমর্থকেরাও ভোট দিতে কেন্দ্রে যাননি।