আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদকঃ টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
আজ বৃহস্পতিবার শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দনবার্তায় সি চিন পিং বলেন, চীন ও বাংলাদেশ ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং ৪৯ বছর আগে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে, দুই দেশ সব সময় একে অপরকে সম্মান করেছে, একে অপরকে সমান হিসাবে বিবেচনা করেছে এবং পারস্পরিক সুবিধা এবং উভয়ে কল্যাণ অর্জন করেছে।