আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র যুক্তরাজ্য। হুতি যোদ্ধাদের পক্ষ থেকে মার্কিন বাহিনীর এই অতর্কিত হামলার কথা নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে এই হামলার জবাবে পাল্টা হুঁশিয়ারিও দিয়েছে হুতি বিদ্রোহীরা।
ইয়েমেনে হুতিদের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-ইজি স্পষ্ট করে বলেছেন, এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে চরম মূল্য দিতে হবে। ইয়েমেনের টিভি চ্যানেল আল-মাসিরাহ তাকে উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে এই ‘নির্লজ্জ আগ্রাসনের’ জন্য ‘চরম মূল্য’ দিতে হবে। খবর- বিবিসি