২৪শে জানুয়ারি, ২০২৫, ২৩শে রজব, ১৪৪৬

মালদ্বীপ থেকে সব ভারতীয় সেনাদের সরাতে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জু

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার মুসলিম প্রধান দেশ মালদ্বীপ থেকে আগামী ১৫ মার্চের মধ্যে সব ভারতীয় সেনাদের সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জু।

শনিবার (১৩ জানুয়ারি) চীন সফর শেষে দেশে ফেরার পরপরই এমন নির্দেশ দিয়েছেন মালদ্বীপ প্রেসিডেন্ট। ক্ষমতায় আসার আগ থেকেই মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের কথা বলে আসছিলেন মোহাম্মেদ মুইজ্জু। ক্ষমতায় এসেও একই সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারে সময় বেঁধে দিলেন তিনি।

এদিকে ভারতীয় সেনা প্রত্যাহারের বিষয় নিয়ে রোববার দিল্লি ও মালের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক হয়। এ সময় ১৫ মার্চের মধ্যে সেনা প্রত্যাহার বিষয়ে ভারতকে অনুরোধ জানানো হয়। তবে এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো রকম মন্তব্য পাওয়া যায় নি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত