আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: আগামী ৩০ জানুয়ারী বিকেল ৩টা থেকে জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে।
বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন বলে সোমবার সংসদ সচিবালয়ের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০২৪ এর নতুন সংসদের পাঁচ বছরের মেয়াদ শুরু হবে ৩০ জানুয়ারী প্রথম সংসদ অধিবেশনের মধ্যে দিয়ে, যা শেষ হবে ২০২৯ সালের ২৯ জানুয়ারি।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী বছরের প্রথম ও নির্বাচনের পর প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দেন। পরে ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেবেন দেশের সব সংসদ সদস্যরা।