আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক গেল ২০২৩ এর ৭ অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ই’সরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৪ হাজার ১০০তে গিয়ে দাঁড়িয়েছে। এ হামলায় আহত হয়েছে ৬০ হাজার ৮৩৪ জন। গাজা-ভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোকে সোমবার এমন তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী এবং ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলনের (হামাস) মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ১৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং হামলায় আহত হয়েছেন আরো ২৫২ জন ফিলিস্তিনি নাগরিক।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে যে সোমবার ভোর থেকে, ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজা শহরের একাধিক এলাকায় ব্যাপক বোমাবর্ষণ করেছে, দক্ষিণের শহর খান ইউনিসে বিমান হামলা শুরু করেছে এবং মধ্য গাজা উপত্যকায় শরণার্থী শিবিরে বোমাবর্ষণ করেছে, যার ফলে অনেক হতাহতের খবর প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।