আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় যুদ্ধে আহত আরেক দ’খ’লদার ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আজ শুক্রবার ১৯ জানুয়ারি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদিকে গত ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী এ যুদ্ধে এখন পর্যন্ত হামাসের হাতে কমপক্ষে ১৯১ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
গত বুধবার গাজার কেন্দ্রে এবং উত্তরে লড়াইয়ের সময় আরও তিনজন সেনা গুরুতরভাবে আহত হয়েছে। ইসরায়েলি বাহিনীর বরাত দিয়ে জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, গাজা যুদ্ধে এখন পর্যন্ত ১৯১ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সেইসঙ্গে আহত হয়েছে কমপক্ষে এক হাজার ১৭৮ জন।