আওয়ার টাইমস নিউজ।
স্টাপ রিপোর্টার: বাংলাদেশ সরকারের মাননীয় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিরোধী অপশক্তিদের নির্বাচন বানচালের সব ধরনের পন্থাই অবলম্বন করে ব্যর্থ হয়েছে। আমরা আজ দাবি করতে পারি, আমাদের গণতান্ত্রিক ধারাবাহিকতা আছে।
আজ শুক্রবার (১৯ জানুয়ারি) বেলা ১২টায় রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। একই সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের দেশের ইতিহাসে গণতন্ত্রের অভিযাত্রার মাইলফলক বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।