আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ বিপিএলের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লাকে বিধ্বস্ত করেছে দুর্দান্ত ঢাকা দল। যদিও কাগজে-কলমে পিছিয়ে ছিল ঢাকা দল, কিন্তু মাঠের খেলায় ঠিক দাপট দেখিয়েছেন ঢাকার ক্রিকেটাররা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লাকে ৫ উইকেটে হারিয়ে জয়ে দিয়েই এবারের বিপিএল মিশন শুরু করলো তাসকিন-শরিফুলরা।
আজ শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকার অধিনায়ক। কুমিল্লা প্রথমে ব্যাট করতে নেমে ইমরুল কায়েসের ফিফটি কল্যানে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে। ৫৬ বলে ৬৬ রান করেন ইমরুল কায়েস। আর হ্যাটট্রিক করেন ঢাকার পেসার শরিফুল ইসলাম।
কুমিল্লার দেওয়া ১৪৪ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ঢাকা দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার নাইম শেখ ও লংকান ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা। উদ্বোধনী জুটিতে ১০১ রানের জুটি গড়েন তারা। এই দুই ওপেনারের অসাধারণ ব্যাটিংয়ের ওপর ভর করে ৫ উইকেটের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা।নাইম ৪০ বলে ৫২ ও গুনাথিলাকা ৪২ বলে ৪১ রান করে সাজঘরে ফিরে গেলেও ঢাকার বাকি ব্যাটারদের এই রান চেজ করতে খুব একটা কষ্ট করতে হয়নি। প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পেরে খুশি ঢাকার সমর্থকরা।