আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হেনানের একটি স্কুলের ডরমেটরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৩ জন নিহতের সংবাদ পাওয়া গিয়েছে।
শুক্রবার রাত ১১টার দিকে ওই স্কুলটিতে আগুন লাগে বলে জানিয়েছে সেখানকার স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ।
বার্তাসংস্থা সিনহুয়া তাদের প্রতিবেদনে জানিয়েছে, হেনানের ইয়িংকাই স্কুল ডরমেটরিতে আগুন লাগার অল্প সময়ের মধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিল ফায়ার সার্ভিস। প্রায় ৪০ মিনিট তৎপরতা চালানোর পর রাত ১১টা ৩৮ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে দেশটির ফায়ার সার্ভিস বিভাগ।