আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রতিক সময়ে গাজার দক্ষিণের শহর খান ইউনিসকে ঘিরে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস ও দখলদার ই’সরাইলের মধ্যে সবচেয়ে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হচ্ছে।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গত বছর ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েলি হামলায় গাজায় ২৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। গাজার ২৩ লাখ লোকের অধিকাংশই গৃহহীন হয়ে গেছে। খাদ্য, পানীয় এবং ওষুধের জন্য প্রতিদিন তাদের লড়াই করতে হচ্ছে।
দুই সন্তানের বাবা গাজার এক বাসিন্দা মোহাম্মদ আল-খালদি, জানিয়েছেন, ‘আমি আমার বাড়ি, আমার দোকান এবং আমার আয়ের উৎস হারিয়েছি। আমি আমার সন্তানদের জীবন বাঁচানোর সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলোও সরবরাহ করতে পারছি না।
পণ্যের দাম দশগুণ বেড়েছে এবং বেশিরভাগ মৌলিক প্রয়োজনীয় জিনিস পাওয়া যাচ্ছে না উল্লেখ করে খালদি ভয়াবহ কষ্টের সাথে বলেন, ‘বাচ্চাদের চোখের দিকে তাকালে প্রতিদিন হাজার বার মরতে ইচ্ছা করে। অনেক বেশি অসহায়ত্ব অনুভব করি। কারণ আমি তাদের প্রয়োজনীয় খাবার দিতে পারি না।