আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডএস্প: গত বছর সাত অক্টোবর থেকে শুরু হওয়া দখলদার ই’স’রাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের মধ্যকার চলা রক্তক্ষয়ী যুদ্ধে হঠাৎ করে বিশেষ শর্তসাপেক্ষে গাজায় দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ই,’সরাইল সরকার।
তবে ই’স”রাইলের শর্ত অনুযায়ী গাজাকে সম্পুর্ন ভাবে পরিচালনা করা ইসলামি আন্দোলন গোষ্ঠী হামাস তাদের নিয়ন্ত্রিত অঞ্চলটি ছেড়ে চলে যেতে হবে। ই’স’রাইলের এই প্রস্তাবটি ‘পুরোপুরিভাবে’ প্রত্যাখ্যান করেছে হামাস।
আজ বুধবার (২৪ জানুয়ারী) আন্তর্জাতিক সংবাদ রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে।