আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তির প্রসারের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চীনের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ বুধবার (২৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী পলক।
এ সময় তিনি আরো জানান, ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি খাতে ছয়টি প্রকল্পে চীনের কাছে নতুন করে আরও এক বিলিয়ন ডলার চায় বাংলাদেশ।
প্রতিমন্ত্রী আরও জানান, একটা স্মার্ট ইকোনোমি এবং ইনভেস্টমেন্ট পার্টনারশিপ স্ট্র্যাটেজিক এমওইউ স্বাক্ষর করবে বাংলাদেশ-চীন। সেখানে চারটি লক্ষ্য আছে- রপ্তানি আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ আকর্ষণ এবং গবেষণা ও উদ্ভাবন। এই চারটি ক্ষেত্রে বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করবে।
এদিকে আগামী পাঁচ বছরে চীনের আরও বিনিয়োগ পাওয়ার আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, সেই ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়েছে। চীনা রাষ্ট্রদূত তাকে কথা দিয়েছেন, যে তথ্যপ্রযুক্তির প্রসারে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী পাঁচ বছর বাংলাদেশের পাশে থাকবেন।