আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশী হাফেজ মুহান্নাদ বিন মুহাম্মদ। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৫ হাজার মার্কিন ডলার।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৩০ পারা হিফজুল কুরআন বিভাগে ছেলেদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশী এই হাফেজে কুরআন।
গেল রোববার মিনেসোটার এডিনা হাই স্কুল প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও পুরস্কারের সম্মাননা সনদ তুলে দেন মিনেসোটা ইসলামিক ইউনিভার্সিটির প্রধান শায়খ ড. ওয়ালিদ ইদরিস আল-মানিসি।
মিনেসোটাভিত্তিক কুরআন শিক্ষাকেন্দ্র তিবয়ান সেন্টার ফর কোরানিক সায়েন্স আয়োজিত ৩ দিন ব্যাপী আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৩০টি দেশ থেকে মোট ৪২ জন প্রতিযোগী অংশ গ্ৰহন করেন।
এই প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ থেকে মুহান্নাদ তার চাচা শায়খ কারি নুর মোহাম্মদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে যান।
জানা গিয়েছে, মুহান্নাদের বাড়ি নরসিংদী জেলার শিবপুরে। তার বাবা শায়খ মুহাম্মদুল্লাহ কাতারে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে তিবয়ান সেন্টারের ফেসবুক পেজ থেকে জানা গিয়েছে, আন্তর্জাতিক এ কুরআন প্রতিযোগিতায় পুরো কুরআন হিফজ বিভাগে ছেলেদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন ফ্রান্সের উমর আফুফ। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ১৫ হাজার ডলার। এবং দ্বিতীয় স্থান অর্জন করেছেন যুক্তরাষ্ট্রের সরওয়ার জামালুদ্দিন, তিনি পেয়েছেন ৭ হাজার ডলার।
অন্যদকে আন্তর্জাতিক এই কুরআন প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন কেনিয়ার মুনা ইদি ফারেহ। তিনিও পুরষ্কার হিসেবে ১৫ হাজার ডলার পুরস্কার পেয়েছেন।