আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: কট্টর রক্ষনশীল সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে আসার প্রক্রিয়ায় নতুন করে আরও একটি বড় পদক্ষেপ নিতে যাচ্ছে সারা পৃথিবীর অন্যতম মুসলিম প্রধান দেশ সৌদি আরব। দেশটির রাজধানী রিয়াদে প্রথম কোন পানশালা বা মদের দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে দেশটি সরকার। তবে এই পানশালায় শুধুমাত্র অমুসলিম দেশের কূটনীতিকদের কাছে অ্যালকোহল পরিবেশন করবে।
বুধবার নতুন এই পরিকল্পনার সঙ্গে জড়িত এবং তার দেখানো একটি নথির বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। ওই নথিতে বলা হয়েছে, এই পানশালার গ্রাহকদের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ছাড়পত্রও নিতে হবে। সে সঙ্গে মাসিক বরাদ্দের মধ্যে সীমাবন্ধ থাকতে হবে।
ওই নথিতে আরও বলা হয়েছে, পানশালাটি রিয়াদের কূটনৈতিক পাড়ায় খোলা হবে। সেখানে প্রবেশের ক্ষেত্রে প্রশাসনের মাধ্যমে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। সেখানে শুধুমাত্র অমুসলিম দেশের কূটনীতিকদের প্রবেশ করতে দেয়া হবে এবং তারা মাস প্রতি একটি নির্দিষ্ট পরিমাণ অ্যালকাহোলের বেশি পান করতে পারবেন না বলেও ওই নীতিতে উল্লেখ ছিল।
এদিকে মুসলিম দেশের কূটনীতিকরা সেই পানশালায় যেতে পারবেন কী-না, এই বিষয়ে এখনও পর্যন্ত পরিস্কার করে কিছু বলা হয়নি। তারপরও এই পদক্ষেপকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে চলমান সংস্কার প্রক্রিয়ার একটি বড় পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। দেশটির পর্যটন আইনেও বড় পরিবর্তন আনা হচ্ছে বলেও জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন গুলো।