আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: এবার শরীফ থেকে শরীফা অধ্যায় বাতিলের দাবিতে রাজপথে বিক্ষোভে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১২টায় কলেজের মূল ফটকের সামনে ‘ঢাকা কলেজ ছাত্র সমাজ’ ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কলেজের স্নাতক-স্নাতকোত্তর শ্রেণীর অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ গ্ৰহন করে।
এদিকে সমাবেশে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেছেন, দেশের নতুন শিক্ষাক্রমে একটি প্রশ্নবিদ্ধ বিষয়কে সামনে আনা হয়েছে। দেশ, জাতি ও আমাদের তরুণ সমাজকে ধ্বংস করার জন্য এসব বিষয়ের প্রবর্তন করা হচ্ছে।
এর সময় শিক্ষার্থীরা আরো বলেন, আমরা দেখেছি, ট্রান্সজেন্ডার ইস্যুতে সমালোচনা করায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করা হয়েছে। এমন সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অত্যন্ত নিচু মানসিকতার পরিচয় দিয়েছেন।
এ সময় শিক্ষার্থীদের ট্রান্সজেন্ডার ও সমকামিতার বিরুদ্ধে বিক্ষোভের পাশাপাশি বিভিন্ন প্রতিবাদ মুলক স্লোগান দিতে থাকে।
প্রতিবাদ সমাবেশের প্রধান সমন্বয়ক নাজিম-উ-সাকিব বলেন, ট্রান্সজেন্ডার ও সমকামিতা বাংলাদেশে বৈধ নয়। কিন্তু একটি চক্র বিশেষ ভাবে উঠে পড়ে লেগেছে এসব কার্যক্রমকে বৈধ করার জন্য। আমাদের দেশের ভবিষ্যৎ আমরা কোনভাবেই নষ্ট হতে দিতে পারিনা।
তিনি আরও বলেন, এসব বিষয় প্রতিবাদ করার কারণে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকে ববিষ্কার করা হয়েছে, আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ আমরা জানাই।