আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: আরিফুল ইসলামের দুর্দান্ত শত রানের ওপর ভর করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল।
টাইগারদের জয়টা এসেছে মূলত আরিফুল ইসলামের দুর্দান্ত ব্যাটিং আর অধিনায়ক মাহফুজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ের কল্যানেই।
সম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা আরিফুল ইসলামের শতকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫০ ওভারে ৭ উইকেটে ২৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে টাইগার বোলারদের বোলিং তোপে ৪৭.১ ওভারে ১৭০ রানে অলআউট হয়ে যায় মার্কিন বাহিনী। ফলে বড় জয় নিয়ে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের সুপার সেক্সি উঠে যায় টাইগার যুবারা।
বোলিংয়ে বাংলাদেশ দলের হয়ে ১০ ওভারে ৩১ রানে ৪ উইকেট অধিনায়ক মাহফুজুর।