আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: বহুকোষী বা মাল্টিসেলুলার ইউক্যারিওটের জীবাশ্মের একটি ব্যাচ আবিষ্কার করেছেন চীনা প্রত্নতাত্ত্বিকরা। জীবাশ্মগুলো ১৬৩ কোটি বছর আগের বলে ধারণা করা হচ্ছে। বিজ্ঞানীরা ধারণা করছেন এটিই বিশ্বের সবচেয়ে প্রাচীন বহুকোষী জীবাশ্ম। তারা এ আণুবীক্ষণিক জীবাশ্মের নাম দিয়েছেন ছিংশানিয়া ম্যাগনিফিকা।
উত্তর চীনের ইয়ানশান পর্বতমালায় পাওয়া গিয়েছে জীবাশ্মগুলো। সম্প্রতি বিজ্ঞান সংক্রান্ত একটি জার্নালে এ সংক্রান্ত একটি গবেষণাপত্রও প্রকাশিত হয়েছে।
বহুকোষী ইউক্যারিওট জীবাশ্মগুলো পেয়েছেন চীনের বিজ্ঞান একাডেমি অধিভুক্ত নানচিং ইন্সটিটিউট অব জিওলজি অ্যান্ড প্যালিওন্টোলজির গবেষকরা। এর আগে ২০১৬ সালে এই অঞ্চলে ডেসিমিটার-আকারের বহুকোষী ইউক্যারিওটের জীবাশ্ম আবিষ্কার করেছিলেন তারা।
নতুন আবিষ্কার করা জীবাশ্মগুলোর কোষের ব্যাস ১৯০ মাইক্রোমিটার। এগুলো একক ও শাখাবিহীন ফিলামেন্ট নিয়ে গঠিত। গবেষকরা ধারণা করেছেন, জীবাশ্মগুলো সম্ভবত সালোকসংশ্লেষী শৈবাল ছিল।
গবেষণাপত্রে বলা হয়েছে, এখন পর্যন্ত আবিষ্কার হওয়া এককোষী ইউক্যারিওটিক জীবাশ্মগুলোর মধ্যে প্রাচীনতম ফসিলটি ছিল উত্তর চীন এবং উত্তর অস্ট্রেলিয়ায় পাওয়া এককোষী ইউক্যারিওটিকের। ওটার বয়স ছিল ১৬৫ কোটি বছর।
নানচিং ইন্সটিটিউট অব জিওলজি অ্যান্ড প্যালিওন্টোলজির গবেষক চু মাওয়ান বলেন, ‘আমরা ২৭৮টি বহুকোষী ইউক্যারিওটের জীবাশ্ম আবিষ্কার করেছি। এগুলোর নাম দিয়েছি ছিংশানিয়া ম্যাগনিফিকা। এগুলোর মধ্যে প্রজনন স্পোর পাওয়া গেছে। অর্থাৎ এই ধরনের জীবগুলো পরবর্তীতে প্রজনন কোষে বৈচিত্র্য এনে দিয়েছিল।’
তথ্য সূত্র ও ছবি: চীনা গণমাধ্যম সিসিটিভি।