আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: পুরো ম্যাচজুড়ে আক্রমণে আধিপত্য দেখিয়েছিল কাতালান ক্লাব বার্সেলোনা। কিন্তু বিরতির আগে-পরে দুই দুইবার তাদের জালে বল পাঠায় ভিয়ারেয়াল। তবে ১১ মিনিটের তিন গোলে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াল কাতালান ক্লাব বার্সা।
তবে তখনও বাকি ছিল অবিশ্বাস্য এক নাটকীয় পরিবর্তন! শেষ দিকে ওই ব্যবধানও ঘুচিয়ে নেয় ভিয়ারেয়াল। নির্ধারিত সময়ের শেষ মিনিটে বার্সেলোনার পক্ষে পেনাল্টির বাঁশি বাজিয়েও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে নেয় ম্যাচ রেফারি। সব নাটকীয়তার শেষে, যোগ করা সময়ের আচমকা দুটি অবিশ্বাস্য গোলে জয়োল্লাসে মাতে ভিয়ারেয়াল।
অলিম্পিক স্টেডিয়ামে শনিবার লা লিগার ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচটি ৫-৩ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে ভিয়ারেয়াল। এই হারে লিগ টেবিলে শীর্ষস্থানের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে রইল বার্সেলোনা।